আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘হাঁটে হাড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
সোহেল তাজ লেখেন, “সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমকের সুরে জিজ্ঞাসা করেন, ‘ও এত বড় কী হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে?’ জবাবে ওবায়দুল কাদের কাঁচুমাচু করে বলেন, ‘নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদেরই দাবি—না মানলে সামলানো যাবে না।’”
সোহেল তাজ আরও উল্লেখ করেন, “আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরের ঘটনায় দোষারোপ করছেন, তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে।”
পোস্টের শেষে সোহেল তাজ আরও লেখেন, “নীতি ও আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই—আমি আপনাদেরকে চিনি।” তিনি আওয়ামী লীগের ব্রেইনওয়াশড, নীতি ও আদর্শহীন লুটেরা, খুনি, হত্যা, গুম এবং নির্যাতনকারীদের সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, “অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন এবং নিজের বিবেক জাগিয়ে আত্মসমালোচনা করুন।”
সোহেল তাজের এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তাঁর সাহসী মন্তব্য রাজনীতির নানান দিক উন্মোচন করেছে বলে অনেকে মনে করছেন।