জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, তার দল ক্ষমতায় গেলে পাঁচ বছরের মধ্যেই দেশে আমূল পরিবর্তন আনা সম্ভব হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর গেলারটেক ঈদগাহ মাঠে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, “জামায়াতের কর্মীদের দক্ষ করে গড়ে তুলে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হয়েছে। তারা যদি ব্যক্তিস্বার্থে কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে সমাজে কোনো চোর, ডাকাত বা টেন্ডারবাজ থাকবে না। সবাই দেশ গঠনের কাজে নিয়োজিত হবে। জনগণকে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ করতে হবে। বড়ভাই মার্কা রাজনীতি আর বাংলাদেশে চলবে না।”
জামায়াতের নেতা আরও বলেন, কিছু রাজনৈতিক দল তরুণ প্রজন্মের অবদানকে খাটো করে দেখছে, যা তাদের পতনের কারণ হতে পারে। তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে জামায়াত প্রস্তুত।