সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি এক আলোচনায় মন্তব্য করেছেন, “বেগম খালেদা জিয়ার জন্য রাজকীয় বিমান, আর শেখ হাসিনার জন্য কার্গো বিমান—এটাই যেন কপালের নাম গোপাল!”
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন একটি বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্সে। এই বিমানটি কাতারের আমিরের ব্যক্তিগত বহরের অন্তর্ভুক্ত এবং এতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। রাস্তার দু’পাশে হাজারো মানুষ দাঁড়িয়ে তাকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও তার চেহারায় ছিল লাবণ্য এবং পরিচিত সেই হাসির ঝলক।
সাবেক সাংসদ আরও বলেন, অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন একটি সামরিক কার্গো বিমানে। রনি এ ঘটনাকে “পালানোর” ইঙ্গিত দিয়ে বলেন, এটি সাধারণ শাসকদের মতো নয়। শেখ হাসিনা সামরিক প্রটোকলে দিল্লি পৌঁছান, যেখানে তাকে রাজকীয় অতিথি হিসেবে অভ্যর্থনা জানানো হয়।
তিনি উল্লেখ করেন, ভারত শেখ হাসিনাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে, যা নরেন্দ্র মোদি বা সোনিয়া গান্ধীর মতো নেতারা পেয়ে থাকেন। ভারতের এই ভূমিকা শেখ হাসিনার কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে বলে মনে করেন রনি।
গোলাম মাওলা রনি দুই নেত্রীর ভিন্ন পরিস্থিতিকে “নিয়তির নির্মম পরিহাস” হিসেবে উল্লেখ করে বলেন, “মানুষ সবসময় বিজয়ীর পক্ষেই থাকে।”
তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎ রক্ষার সময় এখনই।”