কুষ্টিয়ায় দৌলতপুর ও মিরপুর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষণা করা হয়েছে মিরপুর পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কয়েক দিন আগে প্রতিটি উপজেলায় কর্মী সমাবেশ করে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে আহ্বায়ক ও শহীদ সরকার মঙ্গলকে সদস্যসচিব করা হয়েছে। বিল্লাল হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রমজান আলী, রেজাউল করিম, হারুন অর রশিদ, নুরুজ্জামান হাবলু মোল্লা, রিয়াজুল হক, মাহাবুব লস্কর, আতাউর রহমান ও মন্টি সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে ২০ জনকে।
দৌলতপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক রেজা আহম্মেদ প্রথম আলোকে বলেন, আহ্বায়ক কমিটি দিয়েছেন জেলার নেতারা। তবে এই কমিটিতে ৩–৪ জনের নাম রয়েছে, যাঁরা গত ১৬ বছরে কোনো আন্দোলন–সংগ্রামে ছিলেন না। তাঁরা কখনো জেল-জুলুম সহ্য করেননি, অত্যাচারিত হননি, আরাম–আয়েশে বাড়িতে ছিলেন। বিগত দিনে তাঁদের কোনো ত্যাগ নেই। এটা জেলার নেতারা করেছেন। তাঁদের অবশ্যই চাওয়া, পূর্ণাঙ্গ কমিটি করার সময় যাঁদের ত্যাগ রয়েছে, যাঁরা অত্যাচারের শিকার হয়েছেন, তাঁদের যেন প্রাধান্য দেওয়া হয়।
মিরপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আশরাফুজ্জামান শাহিনকে আহ্বায়ক ও রহমত আলী রব্বানকে সদস্যসচিব করা হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহাবুব আলমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আফজাল হোসেন, এনামুল হক, বিল্লাল হোসেন, নুর এ আল আমিন বুলবুল, খোন্দকার মেহেদী হাসান, সুলতান আলী। জ্যেষ্ঠ সদস্য হিসেবে আছেন ওমর ফারুক কুদ্দুস। সাধারণ সদস্য হিসেবে আছেন ২১ জন।
মিরপুর উপজেলা বিএনপির নতুন সদস্যসচিব রহমত আলী রব্বান প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতাদের নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা কমিটিতে স্থান পেয়েছেন। দলের মধ্যে কোনো গ্রুপিং নেই। ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি হলে সবাই দলে স্থান পেয়ে যাবেন।’
এদিকে মিরপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটিতে আবদুর রশীদকে আহ্বায়ক ও আজাদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আছেন ইব্রাহীম আলী। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাইদুল হক, হাফিজুর রহমান, আলতাব হোসেন, সফর গণি, রুহুল মণ্ডল, আনিছুজ্জামান নয়ন। এ ছাড়া মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন ২২ জন।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার প্রথম আলোকে বলেন, খুব দ্রুত অন্য উপজেলা ও পৌর কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি অবশ্যই তৃণমূল ওয়ার্ড পর্যায়ের নেতাদের সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করতে এই ভোটের ব্যবস্থা করা হচ্ছে।