ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে ডাকসুর সভাপতি নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এই কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপাচার্য। এর আগে গতকাল শুক্রবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি অংশ।
উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনের ইচ্ছার কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, ‘দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।’