বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক ভারতের ৩১ জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় এই জেলেদের ভারতের কাছে হস্তান্তর করা হবে। আপাতত তাঁরা কোস্টগার্ড দক্ষিণ জোনের হেফাজতে থাকবেন। গত ১৬ অক্টোবরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেকে আটক করে নৌবাহিনী। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ অভিযানকালে ভারতীয় ৩১ জেলে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১৬ অক্টোবর নৌবাহিনীর হাতে আটক হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। আজ ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
সাকির আহমেদ আরও বলেন, বাগেরহাট জেলা কারাগারে ভারতের আরও ৬৪ ভারতীয় জেলে বন্দী রয়েছেন, যাঁদের মুক্তি প্রক্রিয়াধীন। তাঁদের ট্রলার চলাচলের উপযোগী করে মুক্তির প্রক্রিয়া চলছে। তত দিন তাঁরা কোস্টগার্ডের হেফাজতে থাকবেন। ভারতের কারাগারে ৯০ বাংলাদেশি জেলে বন্দী রয়েছেন। তাঁদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে ভারত সরকার। বাংলাদেশি জেলেদের মুক্তিপ্রক্রিয়া সম্পন্ন হলে দুই দেশের জলসীমানায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারতীয় জেলেদের ছেড়ে দেওয়া হবে।