Home » ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি শুরু করেছে : হানিফ

ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি শুরু করেছে : হানিফ

by radesk
0 comments

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘বিএনপি গত ১৫ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মী যা করছেন, তা মেনে নেওয়ার মতো নয়। তারা ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে আয়োজিত জুলাই বিপ্লব-পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায়’- শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত মন্তব্য করে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম-খুন করেছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকার স্বাভাবিক করতে পারেনি। আমলারা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকার আমলাদের কাছে জিম্মি রয়েছে। সচিবালয়ে গত কয়েক দিন ধরে আওয়ামী দোসর আমলারা অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তাদের পরিকল্পনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আমলাদের রক্ষা করার জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ 

হানিফ বলেন, ‘সবচেয়ে হাস্যকর যেই অগ্নিকাণ্ডে আমলারা জড়িত সেই ঘটনার তদন্ত করবে আমলরা। এই আওয়ামী দোসর আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে।

কিন্তু এখন সেই ছাত্র-জনতার মাঝে বিভক্তি লক্ষ করা যাচ্ছে।’ 

শহীদদের রক্তের সাথে বেঈমানি করে একদল কিংস পার্টি খোলা নিয়ে ব্যস্ত অভিযোগ করে তিনি বলেন, ‘অথচ এখনো আন্দোলনে আহত অনেকেই সঠিক চিকিৎসা পায়নি, নিহতদের পরিবারও ক্ষতিপূরণ পায়নি। ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুরের ভূমিকা আর ৭৪ সালের ভূমিকা যেমন এক ছিল না, তেমনি ৫ আগস্টের আগে আর ৫ আগস্টের পরে ছাত্র সমন্বয়কদের ভূমিকা কিন্তু এক নয়।’

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সোহাগ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোমিন, কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক নাসির উদ্দিন লিটন, সদস্যসচিব মোখলেছুর রহমান উজ্জ্বল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ আল ইমরান, জেলা গণ অধিকার পরিষদের নেতা অভি চৌধুরী, শফিকুল ইসলাম, মোহসিন, যুব নেতা শরিফুল ইসলাম, কোখা সিদ্দিক, ছাত্রনেতা রিপন রাজ, ইমরান, নারী নেত্রী মোশফিকা বৃষ্টি প্রমুখ।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal