পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেছেন, অপরাধ কমাতে পুলিশের কাছে কোনো ‘ম্যাজিক’ নেই। আমরা অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। সারা দেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আপনারা জানেন, কী অবস্থা এবং কোথা থেকে উঠে এসে আমাদের কাজ করতে হচ্ছে।
গতকাল দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্সকল্যাণ সমিতি (বিআরপিওয়া)’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকান্ড বেড়েছে। এ ক্ষেত্রে পুলিশ কী ভূমিকা নিচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনারা দেখছেন আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি, এসব অপরাধ কমানোর জন্য। পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের আরও কাছে যাই।’