ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থিদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে। গতকাল সকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন। পীর চরমোনাই বলেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে, একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে। এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার শঙ্কা আছে। দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ উপস্থিত ছিলেন। সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পীর চরমোনাই বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি? তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করার আহ্বান জানান।
4
previous post