১০৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ দেশের মেধাবী সন্তানদের প্রতি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (১৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।
ওই পোস্টে বলা হয়েছে, ‘১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবসে ১০৭১ সালে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ দেশের মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সামদানী জনি, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম শহীদ, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসাইনসহ ছাত্রনেতৃবৃন্দ।’