বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকার মো. আবদুল মতিন মোল্লার ছেলে। আবদুল মতিন দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই মামলায় বাবা ও ছেলে দুজনই এজাহারভুক্ত আসামি।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মামলা করেন। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আজ বুধবার আদালতে পাঠানো হলে আবদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।