Wednesday, December 25, 2024
Home Uncategorized বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে

বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে

চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা

by radesk
0 comments

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে। এ জন্য শিল্প খাতকে বাঁচাতে কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকায় সার কিনে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এভাবে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদে জেঁকে বসেছিল। অর্থনীতিতে কোনো বৈচিত্র্য আসেনি।

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ মন্তব্য করেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৭ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে আমাদের বিচার বিভাগ স্বাধীন হলো। এ স্বাধীনতা আমাদের কতটুকু উপকার করেছে, এটা ভেবে দেখা দরকার। এটি হয়েছে নেতৃত্বের ব্যর্থতার কারণে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্বেতপত্রে এসেছে ২৮ লাখ কোটি টাকা এ দেশ থেকে চুরি হয়েছে। এ জন্য কি ১০০ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ৩০০ প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দায়ী নন? এ প্রশ্ন তোলার এখনই সময়।

নৈতিকভাবে সবাইকে উঁচু স্থানে উঠতে হবে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এ দেশটা আমাদের সন্তানদের জন্য গড়তে হবে। কিন্তু দেশের মধ্যে একটা সময় নানা কিছু ঘটল। ওই যে বয়ানটা ছিল, সেটা আমরা বিশ্বাস করেছিলাম। আমরা অনেকেই নিশ্চুপ ছিলাম। কিন্তু কিছু বাচ্চা ছেলে প্রতিবাদ করল। পরে জনতাও যোগ দিলেন। পরিবর্তন এল। এখন আমরা যদি আবার গতানুগতিকভাবে একই জিনিসের চর্চা করি, দক্ষতার মূল্যায়ন না করি, তবে এটি গ্রহণযোগ্য হবে না।’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এই যে গত ৫ আগস্টের আন্দোলন হলো, প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন, ৫০ হাজার মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তবু আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখনো অনেক লোক আসছেন ফটোসেশন করতে। তাঁরা কেন ছবি তুলছেন, আমি বুঝি না।

তাঁরা হয়তো বোঝানোর চেষ্টা করছেন, আমার সঙ্গে উপদেষ্টার সম্পর্ক আছে। আমি মনে করি, এটার কোনো মূল্য নেই।’

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের শিল্প খাত উচ্চ শুল্ক–করের দ্বারা পরিচালিত। শিল্প খাতের লোকজন ট্যাক্স (কর) পরিশোধ করেন না কিন্তু ভ্যাট দেন। আমাদের মতো দরিদ্র অর্থনীতির দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে একটা সংযোগ দরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, আইসিএমএবির প্রেসিডেন্ট ও বিল্ডকন কনসালট্যান্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ‘থিম পেপার’ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং উদ্বোধনী বক্তব্য দেন মোহাম্মদ শহিদ।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal