বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দুই দিন আগে দলের নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন।
আজ রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন।
আজ রাতের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি তাঁর চিকিৎসার জন্য আগামী ৭ তারিখ রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আজকে এসেছিলাম তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তাঁর সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি।’
মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেছেন। সফল চিকিৎসা শেষে তিনি যেন দেশ ফিরে আবার নেতৃত্ব গ্রহণ করতে পারেন, সেই প্রার্থনা তাঁরা করেছেন। এসব বিষয়ের বাইরে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি।
চেয়ারপারসন কোনো নির্দেশনা দিয়েছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘একসঙ্গে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।’
খালেদা জিয়া কবে নাগাদ সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা কি আমি বলতে পারি?…আমরা আশা করি, খুব শিগগির তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন।’