সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফোরাজ হোসেন মৃদুলকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ। আটক মৃদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মৃদুলের ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজাইনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি। আদালতে হাজিরা শেষে তিনি আদালত চত্বও থেকে বের হওয়ার সময় মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মৃদুল গ্রেফতার করে।
মৃদুল বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দায়ের করা নাসকতা মামলার আসামি। এরপর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এর আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুলের সঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন দেবাশীষ বাগচী। পরে তার কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেন মৃদুল। এনিয়ে মৃদুল তার ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচীকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দেন। চেক দিয়ে গোপনে দেবাশীষ বাগচীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এনিয়ে দেবাশীষ বাগচী আদালতে চেক ডিজ-অনার মামলা দায়ের করেন।