‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশ ও পরে লিফলেট বিতরণ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। লিফলেটে তাঁরা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় তারা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন।
সংগঠন দুটির নেতারা বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। ৪৭, ৭১, ৯০ এবং ২০২৪-এর ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে জনগণের আকাঙ্খা বিষয়টি অবশ্যই থাকতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিফ ও জাতীয় নাগরিক কমিটি সার্চ কমিটির সদস্য আফসানা মুন।