Home » উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি কাল প্রতিবেদন দেবে

উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি কাল প্রতিবেদন দেবে

সচিবালয়ে আগুন

by radesk
0 comments

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার দেওয়া হতে পারে। আজ সোমবারের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রাথমিকভাবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়ায় কমিটি এ প্রতিবেদন দিতে পারেনি।

আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই তদন্ত কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কমিটিপ্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ কথা জানান।

নাসিমুল গনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি হাই পাওয়ার (উচ্চক্ষমতাসম্পন্ন) কমিটি গঠন করা হয়েছে। এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর দল, বুয়েটের বিশেষজ্ঞ এবং পিডব্লিউডি, পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। পাঁচটি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো নিয়ে আলোচনা করে একটা কনক্লুশনে (উপসংহার) আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়।’

কিছু জিনিসের ল্যাব পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তদন্ত কমিটির প্রধান বলেন, আজও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও পরীক্ষা করা হচ্ছে। কিছু পরীক্ষা আজ রাতে হবে। এগুলো হলে কাল কমিটি আবার বসবে। তখন আগুনের বিষয়ে প্রাথমিক ধারণা করা যাবে।

কমিটির আজকের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সে প্রসঙ্গে নাসিমুল গনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় বাড়ানোর অনুমতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি, তার আগেই দিয়ে দেব।’

যেসব জিনিস দেশে পরীক্ষার সুযোগ নেই, সেগুলো বিদেশে পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, কিছু আলামত বিদেশে পাঠাব। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে, সেখানেই পাঠানো হবে।’

চূড়ান্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কিছু জিনিস যাবে, আসবে (পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে, ফিরবে)। এরপরও যত দ্রুত করা সম্ভব সেটা আমরা করব।’

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal