তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতি এম. সাহাবুদ্দিনের কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
প্রতিবেদন পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে। ‘
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।