গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের ২০০ থেকে ২৫০ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। আজ রোববার সকালে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে ও জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী মো. সৈয়দুজ জামান।