ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির প্রকৃত পরিসংখ্যান জনগণের সামনে তুলে ধরা হয়নি এবং সেটি প্রায়ই ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ডিসেম্বর) রিসার্চ অ্যান্ড পলেসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব আরও বলেন,
বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রনে কাজ করছে।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর। বলা হতো, এজন্যে বৈশ্বিক পরিস্থিতি দায়ী।
এছাড়া, কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা জানান, যোগান বাড়ানোর পাশাপাশি বাজারে তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।