বাংলাদেশে স্বৈরাচারী শাসন পুনরায় ফিরে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা নাই এটাই রিয়েলিটি। রিয়েলিটিটা মেনে নিতে হবে। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলে এসেছিলাম শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে, অবশেষে তাই হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সু-সরকার থাকলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছেন, সামনের নির্বাচন কঠিন থেকে আরও কঠিনতর হবে। আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, তা না হলে মানুষ তাদের ভোটাধিকার ভালোভাবে প্রয়োগ করতে পারবে না।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আরও একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।