শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় দুলু বলেন, ‘মালদ্বীপ-শ্রীলঙ্কা-বাংলাদেশসহ সব রাষ্ট্রকে অবহেলা করে ভারত নিজেই এখন বিপদগ্রস্ত।
জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশের গণমানুষের বিপ্লব ছিল জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘ভারত সরকার ভুলে গেছে দেশের সঙ্গে সম্পর্ক হয় দেশের; কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘চিরদিন এ দেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে।
এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বা হানাহানির ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা এবং জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সব মানুষকে সব সময় সচেতন থাকতে হবে।’
লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে স্থানীয় খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুলুর সহধমির্ণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক প্রয়াত নেতা নেয়ামত উল্লাহ নান্নুর ছেলে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।