কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু।
বৃহস্পতিবার রাতেই সাগর পাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটকের কথা নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এদিকে, হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, ‘বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেলে আসেন। তিনজনের মধ্যে একজন ছিলেন নারী। হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন তারা।
হোটেল রেজিস্ট্রারে রব্বানী, ইফতেখার ছাড়াও রুমি (২৭) নামের এক নারীর নাম এন্ট্রি করা হয়।’