Home » বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

by radesk
0 comments

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখার পরও ৫০ বছর ধরে চলমান বিতর্ক নিরসনেই এবারের পাঠ্যপুস্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক অভিভাবক (ভিসি) বসিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা। দেশে এখনো মূল্যস্ফীতি বেশি আছে। আগামীতে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুরির হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দিতে পারবে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।

তিনি বলেন, জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। সংস্কার বলি বা যাই বলি না কেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

বাংলাদেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।

একনেক ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal