Home » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক ও সদস্যসচিবের ছাত্রত্ব নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক ও সদস্যসচিবের ছাত্রত্ব নেই

by radesk
0 comments

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জহির উদ্দিন বাবর ও সদস্যসচিব দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিক।

আজ বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নতুন কমিটিতে সদস্যপদ পাওয়া এক নেতা প্রথম আলোকে আজ বিকেলে বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর সবার চাওয়া ছিল নিয়মিত শিক্ষার্থীদের কমিটি দিয়ে ছাত্রদলের রাজনীতিতে একটা সংস্কার আনা হবে। কিন্তু অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায়, সে সংস্কারটি হয়নি। এখন অছাত্ররা আবাসিক হলে কীভাবে থাকবেন বা হলে যদি থাকেনও, সে ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসন কীভাবে ডিল করবে, সেটাও একটি বিষয়। হলে উঠতে গেলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটা হট্টগোল হতে পারে। এসব বিষয় বিবেচনা করে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে কমিটির শীর্ষ পদ দেওয়া দরকার ছিল; কিন্তু সেটি হয়নি। আশা করি, পরবর্তী কমিটিতে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’

নতুন কমিটির আহ্বায়ক জহির উদ্দিন রসায়ন বিভাগের (২০০৯-২০১০ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ দর্শন বিভাগের (২০১০-২০১১ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী ।

এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক জহির উদ্দিন বলেন, ‘এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন একটি কমিটি। খুব দ্রুত সব কটি হল কমিটি, ফ্যাকাল্টি ও বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশা আল্লাহ।’

ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বশেষ (সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্যবিশিষ্ট) কমিটি গঠিত হয়। এরপর এই বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আর কোনো কমিটি হয়নি। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর পাঁচটি কলেজ ও চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal