Home » খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে ফেসবুকে মাহী বি চৌধুরীর আবেগঘন পোস্ট

খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে ফেসবুকে মাহী বি চৌধুরীর আবেগঘন পোস্ট

by radesk
0 comments

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী। তাতে তিনি লিখেছেন, ‘রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন। এবং তাঁকে তাঁর প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন।’

আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাহী বি চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

মাহী বি চৌধুরী লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল–বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয় এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে। কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তাঁর আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই, তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ।’

এ প্রসঙ্গে প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর অন্তিম মুহূর্তগুলোর স্মৃতিচারণা করেন মাহী। তিনি লিখেছেন, ‘গত বছরের ৫ অক্টোবর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর কষ্ট আর অসুস্থতার মুহূর্তগুলোতে আমরা দেখেছি। আমার আর বোনদের উপস্থিতি তাঁর মুখে হাসি এনে দিয়েছে। আমার মা এবং তাঁর নাতি-নাতনিদের সান্নিধ্যে তিনি বার্ধক্য জয় করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন কখনো তাঁর প্রিয় গান গেয়ে, কখনো প্রিয় কবিতা আবৃত্তি করে।’

প্রয়াত পিতার কথা স্মরণ করে মাহী আরও লেখেন, তাঁর জীবনের বড় বড় অর্জনের চেয়ে পরিবারের এসব সাধারণ মুহূর্তই তাঁকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলত।

পোস্টের শেষ দিকে মাহী বি চৌধুরী লেখেন, ‘এমতাবস্থায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তাঁর পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টি হৃদয়বিদারক। পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের প্রতিহিংসার কারণে তাঁর এই বিচ্ছিন্নতা দুঃখজনক। রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং তাঁকে তাঁর প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন।’

শেষে ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা’ আরবি ও বাংলায় পবিত্র কোরআন শরিফের আয়াতটি উদ্ধৃত করেন। যার অর্থ: ‘হে আমার প্রতিপালক, আপনি তাঁদের (মাতা ও পিতার) প্রতি রহম (দয়া) করুন, যে রকম তাঁরা আমাকে শিশুকালে (মায়া-মমতা ও স্নেহপরায়ণ আচরণ দ্বারা) লালন–পালন করেছেন।’

আবেগঘন পোস্টের বিষয়ে জানতে চাইলে মাহী বি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই স্ট্যাটাসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মা ও ছেলের মধ্যে যে সম্পর্ক, তেমন সম্পর্ক সামনে রেখেই সন্তান হিসেবেই আমার এই লেখা। কারণ, আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্যের কারণে রাজনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু কখনো ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি। বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান—এ জায়গাগুলোয় একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক সব সময়েই ছিল, আছে।’

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal