Home » আমাকে নির্বাচিত করলে সরাইল-আশুগঞ্জের চেহারা পাল্টে দেব: রুমিন ফারহানা

আমাকে নির্বাচিত করলে সরাইল-আশুগঞ্জের চেহারা পাল্টে দেব: রুমিন ফারহানা

by radesk
0 comments

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা বলেছেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। আমি সরাইল-আশুগঞ্জকে দুটি মডেল উপজেলা করে দেখাব। এ দুই উপজেলার চেহারা পাল্টে দেব। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি জীবনের বাকি সময় আপনাদের পেছনে ব্যয় করব।’ এ সময় তিনি নির্বাচনী নানা প্রতিশ্রুত দেন।

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা বলেন।

অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে, মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে, সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তাই খেলাধুলা অব্যাহত রাখতে হবে।

বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তরুণসমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম যদি আমরা চাই, তাহলে খেলাধুলার বিকল্প নাই। আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাঠকে স্টেডিয়াম বানাবেন। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাঁর এই প্রতিশ্রুতি রক্ষা করতে এ মাঠকে স্টেডিয়াম বানাব।’

সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, ইউপি সদস্য মোশায়েদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সমাজকর্মী শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সরাইল বন্ধু মহল একাদশ সরাইল ফুটবল একাডেমিকে ২-১ গেলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট তৈরি হয়।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal