Home » শ্রমিকনেতা ও সিপিবির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী আর নেই

শ্রমিকনেতা ও সিপিবির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী আর নেই

by radesk
0 comments

শ্রমিকনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস্) উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

সহিদুল্লাহ চৌধুরী ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন সহিদুল্লাহ চৌধুরী। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। দীর্ঘদিন পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও সামলেছেন।

সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে সিপিবি ছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিলসের নেতারা শোক জানিয়েছেন। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে নেতৃত্ব দিয়েছেন। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে আজীবন তিনি লড়াকু ভূমিকা পালন করেছেন। সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সিপিবি জানিয়েছে, আগামীকাল শনিবার সকাল নয়টায় নয়াপল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর শোক র‌্যালিসহকারে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal