Home » আরও ১৪ থানা–উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

আরও ১৪ থানা–উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

by radesk
0 comments

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ১৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। গত ২৮ ডিসেম্বর থেকে গতকাল ১ জানুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

এসব কমিটির মধ্যে ২টি হয়েছে ঢাকার থানা–উপজেলায়, বাকি ১২টি ঢাকার বাইরের থানা-উপজেলার। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ১২২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৮টি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কমিটি করেছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলার ৯৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

নতুন কমিটিগুলোর মধ্যে গত ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ৪৭ সদস্যের, ঘিওর উপজেলায় ৪৯ সদস্যের, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭৬ সদস্যের, নাটোর সদর উপজেলায় ১২৩ সদস্যের, রংপুর জেলার কোতোয়ালি থানায় ৪২০ সদস্যের, ২৯ ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় ৭৩ সদস্যের, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ৪৮ সদস্যের, ঢাকার আশুলিয়া থানায় ৪৭০ সদস্যের, শাহবাগ থানায় ২০১ সদস্যের, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ১৯০ সদস্যের, কুমারখালী উপজেলায় ১৯২ সদস্যের, ১ জানুয়ারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানায় ৮৯ সদস্যের, টঙ্গী পশ্চিম থানায় ৮৬ সদস্যের এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১২৯ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ৩ হাজার ৪৩৭ জন আর ঢাকার বাইরে ১২ হাজার ৮৪০ জন। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে তাদের মোট প্রতিনিধি এখন ১৬ হাজার ২৭৭ জন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি করছে সংগঠনটি।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal