ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের দুদিন পর পটুয়াখালীর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ধলেশ্বর পাড়া থেকে কাজী রাইসুল ইসলাম নামের ওই ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।