১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছর নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু স্বৈরাচারী সরকরের আমরা পতন ঘটাতে পারি নাই। আমাদের ছেলেমেয়েদের নেতৃত্বে তা সম্ভব হয়েছে। অগ্রভাগে তাঁরাই ছিলেন, এটা আমাদের গর্বের। প্রধান উপদেষ্টা ১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। কেউ কেউ এটা মানতে চান না। আমরা বলি রাস্তায় নেমে যাঁরা স্বাধীনতা এনেছেন, তাঁরা বুক পেতে দিয়েছেন, তাঁদের অবশ্যই ভোটার করতে হবে। যাঁরা বুক পেতে দিয়ে স্বাধীনতা এনে দিতে পারেন, আমরা কি তাঁদের ভোটের অধিকার দিতে পারি না?’
রাস্তায় নেমে যাঁরা স্বাধীনতা এনেছেন, তাঁদের অবশ্যই ভোটার করতে হবে: জামায়াতের আমির
5
previous post