আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সীমান্ত থেকে এসে যারা চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না।”
তিনি উল্লেখ করেন, “জুলাই-আগস্টের পরিবর্তনের পরে কলকাতা নিয়ে যাওয়া, চিকেন নেকের গল্প মনে করিয়ে দেওয়া, ফেনী নদীর ওপারে কেটে চট্টগ্রাম আলাদা করে নেওয়ার চেষ্টা কিংবা পার্বত্য চট্টগ্রামের ঝামেলা—এগুলো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বাংলাদেশের অংশ এবং তা যেকোনো মূল্যে সুরক্ষিত থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।”
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে “চট্টগ্রামের উন্নয়নে এবি পার্টির পাঁচ প্রস্তাব” শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “ধর্ম এবং মুক্তিযুদ্ধ আমাদের সম্মান ও মর্যাদার বিষয়। এগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আমাদের রাজনীতির ভিত্তি হবে নাগরিক অধিকার, এবং আমরা রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম নগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ হাসান চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, অ্যাডভোকেট ইব্রাহিম প্রমুখ।