গণ–অভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোনো পরিবর্তন আনেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গণ–অভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি। শ্রমিকেরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবে না।
আজ শুক্রবার বিকেলে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তব্যে দলটির নেতা সাইফুল হক এ কথাগুলো বলেন।
শ্রম অসন্তোষ দূর করতে শ্রমিকদের সঙ্গে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, গণ–অভ্যুত্থানে শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রাণ দিলেও তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকদের সঙ্গে মালিক ও সরকারপক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশই এখনো বাস্তবায়িত হয়নি।
মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণেরও দাবি জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিকনেতা আবদুল হালিম ভূইয়া, মোহাম্মদ সুমন, বাবুল হোসেন, সজল হালদার, মোহাম্মদ শাহজাহান, আশরাফুল ইসলাম আশরাফ, ময়নুল ইসলাম প্রমুখ।