বর্তমান সময়ে সরকারের যৌক্তিক সমালোচনা করাই সবচেয়ে কার্যকর সহযোগিতা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
মাহফুজ বলেন, সরকারের সমালোচনা হওয়া গুরুত্বপূর্ণ। সরকারের সমালোচনা না হলে কাজের গতি কমে যায়। সরকারকে আরো গতিশীল করতে হলে জনগণকে ক্রিটিসিজম করতে হবে। আমরা সরকারে এসে দেখেছি সমালোচনা খুব দরকারি। সরকারকে সহযোগিতা করেন আপনারা। সহযোগিতার সবচেয়ে কার্যকর প্রক্রিয়া হচ্ছে যৌক্তিক সমালোচনা করা।
শিক্ষার্থীদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সময়ে এসে শিক্ষার্থীরা অনেক প্লাটফর্মে বিভক্ত হয়ে গেছে। এখনো যারা আছেন, সরকারকে সহযোগিতা করছেন, সমালোচনা করছেন আমরা তাদের কথা শুনছি। সেভাবে কাজ করার চেষ্টা করছি।