নির্ধারিত সময়ের মধ্যে জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের তদন্ত দলের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার তল্পিবাহক ও অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্তকাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের পক্ষ থেকে এর মুখপাত্র সামান্তা শারমিন বিজ্ঞপ্তিটি পাঠান।
গত ২২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি, আংশিক তথ্য দেওয়া এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের চেতনাবিরোধী এ ধরনের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে আট দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর অন্যতম ছিল ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া। এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের সত্য উদ্ঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে, এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদ্ঘাটন প্রক্রিয়াকে ব্যাহত করা অত্যন্ত নিন্দনীয়।
জাতীয় নাগরিক কমিটি বলেছে, যাবতীয় মানবাধিকার লঙ্ঘন ও জুলাই গণহত্যার তথ্যানুসন্ধান এবং সে অনুযায়ী বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এ বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে তারা কী কার্যকর ব্যবস্থা নিয়েছেন, তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।
অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য দিতে অনীহা থাকলে অন্তর্বর্তী সরকারের উচিত তা স্পষ্ট করে বলা। নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।