রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে—এমন শঙ্কার কথা এসেছে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে। সে জন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
‘সংস্কার কমিশনের অগ্রাধিকারভিত্তিক প্রতিবেদন পেশ: তারপর কী?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্ট। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, অর্থনৈতিক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদের ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার। তিনি আরও বলেন, আবার যেন কখনো স্বৈরাচার ফিরে না আসে, সে জন্য সংস্কার প্রয়োজন। অনেকে ইতিমধ্যে এটি ভুলে গেছেন। কেউ কেউ মনে করছেন, সংস্কার পরে করতে হবে। কিন্তু ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, সে জন্য গভীর সংস্কার দরকার। এ জন্য সংস্কারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। সংস্কারের দাবিতে মানুষকে সোচ্চার করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো নিয়ে উচ্চ আদালতের রায়ের প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার যে বর্তমান অন্তর্বর্তী সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।