সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ২২টি থানা–উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
এসব কমিটির মধ্যে তিনটি ঢাকার থানা–উপজেলায়। বাকি ১৯টি ঢাকার বাইরের থানা-উপজেলার। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ৮৯টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা–উপজেলা ২৪টি আর বাকি ৬৫টি ঢাকার বাইরের।
নতুন কমিটিগুলোর মধ্যে ১৩ ডিসেম্বর কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ১৫৬ সদস্যের, ১৪ ডিসেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ২৮৩ সদস্যের, ১৫ ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৭১ সদস্যের, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় ১০১ সদস্যের, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৬৯ সদস্যের, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ৭৮ সদস্যের, ১৭ ডিসেম্বর টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৫২ সদস্যের, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ১৩৭ সদস্যের, নরসিংদী জেলার পলাশ থানায় ৮৩ সদস্যের, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ৫৭ সদস্যের এবং একই জেলার কলমাকান্দা উপজেলায় ৮৭ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
এ ছাড়া ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ১৫৭ সদস্যের, ঢাকার উত্তরা পশ্চিম থানায় ৭৬ সদস্যের, উত্তরা পূর্ব থানায় ৩৩ সদস্যের, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ৬১ সদস্যের, ১৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৮৯ সদস্যের, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ২৮৪ সদস্যের, একই জেলার বোচাগঞ্জ উপজেলায় ১১০ সদস্যের, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ৫৯ সদস্যের, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় ১৩৫ সদস্যের, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ১৩০ সদস্যের, একই জেলার শাহজাহানপুর উপজেলায় ১১৮ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সারা দেশে থানা–উপজেলা পর্যায়ে কমিটি করছে তারা। প্রতিনিধি কমিটিগুলো ঘোষণার ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। আগামী এক–দুই মাসের মধ্যে সেই দল ঘোষণা করা হবে বলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এরই অংশ হিসেবে থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি করছে সংগঠনটি।