মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শেখ পরিবারের কেউ ছিলো না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সম্প্রতি আরজে কিবরিয়ার এক টকশোতে আসিফ আকবর বলেন,মুক্তিযোদ্ধের সময়ও শেখ পরিবারের কেউ ছিল না।সেসময় তারা পালিয়ে গিয়েছিল। তেমনিভাবে জুলাই বিপ্লবের সময়ও একজনকেও পাবেন না শেখ পরিবারের।
আসিফ আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে শেখ পরিবারের ১৭ জন সদস্য ছিল মুক্তিযুদ্ধ করার মত সক্ষম। তাদের পরিবার তো বাংলাদেশের একটি ভাইরাল পরিবার। এদের আবার আত্মীয়-স্বজন অনেক। এই যে তোষামোদ করে একটা রাষ্ট্রকে ক্রীতদাস বানিয়ে ফেলা, একটা অঙ্গরাজ্যে বানিয়ে ফেলা, রাষ্ট্রের মানুষকে ভয়ে রেখে কথা বলার অধিকার না দেওয়া। তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা পুলিশ বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করেছে
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শেখ পরিবারের কেউ ছিলো না: আসিফ
6
previous post