Home Politics জামায়াত বাংলাদেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: গোলাম পরওয়ার

জামায়াত বাংলাদেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: গোলাম পরওয়ার

by radesk
0 comments

জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে–ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে–দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামি কল্যাণরাষ্ট্র উপহার দেবে ইনশা আল্লাহ।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কিয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)–এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’ তিনি বলেন, মক্কায় ১৩ বছর মানুষের মধ্যে আল্লাহর রাসুল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। জামায়াত বাংলাদেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, নিশ্চয়ই আল্লাহই আমাদের রব। তিনি আমাদের হুকুমদাতা। তিনি আমাদের বিধানদাতা, রিজিকদাতা সবকিছু। এটা স্বীকার করেই আমরা দুনিয়ায় এসেছি।…পৃথিবীর কোনো ঘরই আমাদের জন্য স্থায়ী নয়। আখেরাতের স্থায়ী ঘর নির্মাণের জন্য আমাদের ব্যাকুল থাকতে হবে। পবিত্র কোরআনের সুরা আল কাসাসে বর্ণিত নির্দেশনার আলোকে জামায়াতের সহযোগীদের মাঠে–ময়দানে ভূমিকা রাখতে হবে।’

মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন প্রমুখ।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal