Home Politics পালালেন আরেক স্বৈরাচার

পালালেন আরেক স্বৈরাচার

by radesk
0 comments

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের মতো মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়ও গণ অভ্যুত্থান ঘটেছে এবং এতে টানা ২৪ বছর ধরে শাসন  স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। অভ্যুত্থানকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে আসার আগেই একটি বিমানে করে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ। মাত্র ১২ দিনের একটানা আন্দোলন ও লড়াইয়ের ফলে গতকাল সকালে এ ঘটনার মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের অবসান ঘটেছে। অপ্রত্যাশিত এই ঘটনায় বিশ্ব আবারও হতবাক হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, সিরিয়ার এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটি নিষিদ্ধঘোষিত আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এবং এদের মদদ দিয়ে আসছিল পশ্চিমা মহলসহ তুরস্ক ও পাকিস্তান। সিরিয়ার অভ্যুত্থানে মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার ও এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। খবরে বলা হয়, প্রেসিডেন্ট আসাদ পালিয়ে যাওয়ার পর জোলানি, দেশটিকে নতুনভাবে ‘স্বাধীন এবং মুক্ত’ বলে ঘোষণা করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার আসাদ জমানার অবসান ঘটেছে। এদিকে অভ্যুত্থানের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস করছেন। তারা সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠেও আনন্দ-উল্লাসে মেতেছেন। একই সঙ্গে ‘কুখ্যাত কারাগার’ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য মেয়াদে দণ্ডপ্রাপ্ত সব বন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছে। জনতা গুঁড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদের সব মূর্তি এবং স্থাপনা। সর্বশেষ খবর অনুযায়ী, আপাতত দেশ পরিচালনার জন্য বাশার আল-আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যুত্থানের বিবরণে জানা গেছে, মূলত ১২ দিন আগে থেকে চূড়ান্ত অভ্যুত্থান তৎপরতা শুরু হয়। এ ক্ষেত্রে কয়েক দিনে আলেপ্পো, হোমসসহ সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এইচটিএস গোষ্ঠী। তারা ধীরে ধীরে রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে। এর পর গত শনিবার রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যায় তারা। গতকাল সকালে তারা রাজধানী দামেস্কে ঢুকে পড়ে। এর পর তারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হতে শুরু করে। এরই মধ্যে ব্যক্তিগত বিমান নিয়ে দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। খবরে বলা হয়, অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর অনেকেই হয় পালিয়ে যায়, অথবা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়। এমনকি প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালিও বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিজয়ের পর বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি জানান, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করাই ছিল তাঁদের চূড়ান্ত লক্ষ্য।

প্রাপ্ত খবর অনুযায়ী, অভ্যুত্থানকারী জনতার অভিযানের সময় কোথাও তাদের তেমন কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। তবে রাজধানী দামেস্কের কোনো কোনো স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে। একটি খবরে বলা হয়, এইচটিএস গোষ্ঠীর সদস্যরা রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর পরই দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করে। তারা কারাগারের ফটক খুলে দেয়। পরে বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে বলা হয়, সেদনায়া কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হলো। বিদ্রোহী এক কমান্ডার হাসান আবদুল ঘানি এক্সে দেওয়া পোস্টে বলেন, কারাগার থেকে সাড়ে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে শনিবার রাত থেকেই প্রেসিডেন্ট আসাদের মূর্তি ভাঙা শুরু হয় এবং গতকালও বিভিন্ন স্থানের মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী দায়িত্বে জালালি : সিরিয়ার প্রধান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি ঘোষণা দিয়েছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি অন্তর্বর্তী সময় পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল এ  ঘোষণা দেওয়া হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী আল-জালালি এক ভিডিও বার্তায় জানান, তার সরকার যেকোনো জনমতভিত্তিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তিনি বলেন, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এবং যাওয়ার ইচ্ছেও নেই। শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান ও ধারাবাহিকতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি, দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা বিরোধীদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত, যারা আমাদের সবার এই সিরিয়ার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে এই অভ্যুত্থানের পর ইরান, কাতার, সৌদি আরব, জর্ডান, মিসর, ইরাক, তুরস্ক এবং রাশিয়া এক যৌথ বিবৃতিতে বলেছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এ সংকটের রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে।

ইতিহাস কথন : হাফিজ আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে মাত্র ৩৪ বছর বয়সে দ্রুতই প্রেসিডেন্টের পদে আসীন হন বাশার আল-আসাদ। তবে, এজন্য দেশটির সংবিধানে প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স ৪০ বছর থাকার যে বিধান ছিল তা পরিবর্তন করতে হয়। দায়িত্ব নিয়ে তিনি স্বচ্ছতা, গণতন্ত্র, উন্নয়ন, আধুনিকায়ন, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক ভাবনার কথা বলেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পর তিনি আসমা আল-আখরাসকে বিয়ে করেন। তাদের তিন সন্তান- হাফিজ, জেইন এবং কারিম। প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বক্তব্য অনেককে আশাবাদী করেছিল। কিন্তু ২০০১ সালে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান চালায় ও বহু সোচ্চার কণ্ঠকে আটক করে। বাশার আল-আসাদ অর্থনৈতিক ক্ষেত্রে সীমিত সংস্কার করলে ব্যক্তি খাত উৎসাহী হয়ে ওঠে। তার শাসনের প্রথম দিকে উত্থান হয় তার চাচাতো ভাই রামি মাখলৌফের। তিনি সম্পদ আর ক্ষমতার সমন্বয়ে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন। তার সময়ে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হলেও তা সফল হয়নি। বরং বিরোধীদের দমন ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান করে তিনি কঠোর হাতে দেশ শাসন করেন।

২০১১ সাল থেকেই বাশার আল-আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন বাশার। এর পর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। পরে বাশার আল-আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া, ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহী এইচটিএস আবারও তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম গত ২৭ নভেম্বর হঠাৎ করেই বাশার আল-আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেদিন থেকেই শুরু হয় দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখল অভিযান। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যান বিদ্রোহীরা। মাত্র ১২ দিনে পতন ঘটালেন আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের। আর বাশার আল-আসাদের ২৪ বছরের ক্ষমতার। তাদের দ্রুত গতির এই অভিযান আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করে দিয়েছে।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal