Home Politics ইসলাম ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ : ড. রেজাউল করিম

ইসলাম ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ : ড. রেজাউল করিম

by radesk
0 comments

আওয়ামী-বাকশালীরা জাতীয় নেতা ও বরেণ্য আলেমদের নির্মমভাবে হত্যা-নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ইসলাম ও ইসলামী মূল্যবোধ ছিল বাকশালীদের প্রধান প্রতিপক্ষ।’

জামায়াতের এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য মায়াকান্না করলেও তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটের অধিকার কেড়ে দেশে ফ্যাসিতন্ত্র কায়েম করেছে। তাদের শাসনামলেই দেশের ইসলামী তাহজীব-তমুদ্দনের ওপর আঘাত করে নাস্তিক্যবাদ ও সমকামিতাকে প্রমোট করা হয়েছে।

অপশাসন-দুঃশাসন আওয়ামী শাসনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্যই দেশবরেণ্য আলেমদের বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু এত কিছুর পরও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না এবং এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হকের দাওয়াত দিয়েছে, তাদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন।

আর ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্যই হজরত হানজালা (রা.)-এর মতো বীর শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। মূলত ইসলামই মানবজীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাইকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

তিনি ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান।
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না এবং এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হকের দাওয়াত দিয়েছে, তাদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন।

আর ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্যই হজরত হানজালা (রা.)-এর মতো বীর শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। মূলত ইসলামই মানবজীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাইকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

তিনি ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন থানা শুরা সদস্য এবাদত হোসেন, নুরে আলম সিদ্দিক, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান, তাইয়্যেবুর রহমান, মারুফ বিল্লাহ, সাইফুর রহমান প্রমুখ।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal