আওয়ামী-বাকশালীরা জাতীয় নেতা ও বরেণ্য আলেমদের নির্মমভাবে হত্যা-নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ইসলাম ও ইসলামী মূল্যবোধ ছিল বাকশালীদের প্রধান প্রতিপক্ষ।’
জামায়াতের এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য মায়াকান্না করলেও তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটের অধিকার কেড়ে দেশে ফ্যাসিতন্ত্র কায়েম করেছে। তাদের শাসনামলেই দেশের ইসলামী তাহজীব-তমুদ্দনের ওপর আঘাত করে নাস্তিক্যবাদ ও সমকামিতাকে প্রমোট করা হয়েছে।
অপশাসন-দুঃশাসন আওয়ামী শাসনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্যই দেশবরেণ্য আলেমদের বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু এত কিছুর পরও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।’
তিনি ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।