বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে দপ্তর সেল গঠন করা হয়েছে। এতে পাঁচজন সদস্য আছেন। আজ বুধবার (৪ ডিসেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এই তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য দপ্তর সেল গঠিত হয়েছে জানিয়ে ফেসবুক পোস্টে জানানো হয়, এই সেলের সম্পাদক জাহিদ আহসান। আর সদস্য থাকছেন—-মারজিউর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন, মহিউদ্দিন নোবেল, মাহফুজুর রহমান।
সেলের অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।