ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে হত্যা মামলার আসামি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে।
গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে ২০২৪ সালের ডিসেম্বরে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।
লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘বাংলাদেশি-ব্রিটিশ ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। তবে তারা ভুল ধারণার মধ্যে আছে, তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছু পরিবর্তিত হয়েছে।’
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। এরপর তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা করা হয়েছে।