Home » ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে: জোনায়েদ সাকি

ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে: জোনায়েদ সাকি

by radesk
0 comments

ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেশের ছাত্র, শ্রমিক ও জনতার অভ্যুত্থানের নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে জোনায়েদ সাকি এসব কথা বলেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে এ গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি এ সংলাপের আয়োজন করে।

১৯৭২ সালের সংবিধানও জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি জানিয়ে জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসনব্যবস্থা কায়েম করে রেখেছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় স্বৈরাচারের ওই শাসনব্যবস্থা ভেঙে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি হবে শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য ও গণতান্ত্রিক শ্রম আইন। যে শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে গণ-অভ্যুত্থানের বিজয় হয়েছে, সেই বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সংগ্রামে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা এবং গণহত্যাকারীদের বিচার করা—এই সবই রাজনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়তে এবং ক্ষমতার জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

সংলাপে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, সব অংশীজনকে নিয়ে আগামী বাংলাদেশের সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে হবে। নির্বাচন ও সংস্কার কোনটি আগে কোনটি পরে, সেই বিতর্কের অবসান ঘটিয়ে আগামী নির্বাচনকে সংস্কারের নির্বাচন হিসেবে গ্রহণ করতে হবে। নির্বাচনের আগেই সংস্কারবিষয়ক জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে একটি আইনি বাধ্যবাধকতায় পরিণত করতে হবে। এই কর্তব্য পালন করতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের নতুন ইতিহাস লেখা যাবে।

গণসংলাপে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সৈয়দ মামুন মাহবুব, গণসংহতি আন্দোলনে রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, তরিকুল সুজন, উন্নয়নকর্মী বরকত উল্লাহ, শিল্পী বীথি ঘোষ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপ্রধান অঞ্জন দাস, নারী সংহতির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক পপী রানি সরকার, উত্তরা ২৪–এর সংগঠক সামিয়া রহমানসহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুই পর্বের সংলাপে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা ও দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান সভাপতিত্ব করেন।

You may also like

Leave a Comment

Rajneeti Ajkal is a leading news portal dedicated to providing comprehensive coverage of news, current affairs, political analysis, and the contemporary landscape of Bangladesh.

Rajneeti Ajkal, A Media Company – All Right Reserved. Designed and Developed by Rajneeti Ajkal