রাজধানীর পান্থকুঞ্জ পার্কে ২১ দিন ধরে অবস্থান করা নাগরিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’–এর কর্মীদের ওপর হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’–এর কর্মীরা বলেছেন, পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েসসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা করেছেন।
হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বেলা ১১টায় পান্থকুঞ্জে প্রতিবাদী কর্মসূচি পালন করবে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে এই আন্দোলনের কর্মী নয়ন সরকার জানিয়েছেন।