পুলিশ পরিচয়ে মহাসড়কে মাছবাহী পিক-আপ থামিয়ে চাঁদাবাজির ঘটনায় টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে।