5
দেশের বিভিন্ন স্থানে পুলিশের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ১ জন অতিরিক্ত মহাপরিদর্শক, ৩ জন উপমহাপরিদর্শক ও ১১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দুজন এসপির বদলির আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ৩০ ডিসেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দেবেন। এটা না করলে ৩০ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।