আগামী ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত করতে বিরত থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই তারিখ থেকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদেরও কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও ২৭ ডিসেম্বর (শুক্রবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।