জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের (রিমন) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকা অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে শওকতের স্ত্রী রওনকের সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুদক।