আত্মসমর্পণ করতে গিয়ে যশোর আদালত চত্বরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। আজ সোমবার দুপুরে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্যরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, নাশকতার মামলায় যশোর আদালতে আওয়ামী লীগের নেতা–কর্মী আত্মসমর্পণ করতে গিয়ে আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছেন। যাঁরা খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে।