বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করবো না। আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবো। আমরা ৩১ দফা দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনবো।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ইসাহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এদেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন, তার ছেলে তারেক রহমানও এ দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন। ৩১ দফার মাধ্যমে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশে উন্নয়ন হবে।
শেখ হাসিনা এ দেশকে শ্মশান বানিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে কোন আইন ছিল না, কেউ বিচার পাইনি। শেখ হাসিনা ভারত গিয়ে ষড়যন্ত্র করছেন কীভাবে ক্ষমতায় আসা যায়? কিন্তু এদেশের মানুষ একবার বমি করলে, সেই বমি আর তোলে না। হাসিনা পুলিশ, প্রশাসন, আদালতকে ধ্বংস করে দিয়ে গেছেন। হাসিনা পালিয়েছে; আওয়ামী লীগ কিন্তু এখনো যায়নি, এখনো আওয়ামী লীগ আছে। ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অনেকে।